মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছাসেবক লীগের কমিটির দ্বন্ধে ৩জনকে পিটিয়ে জখম

মো: ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে দ্বন্ধের জেরে ৩ জনকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।এতে তোতা মোল্লার সারা শরীওে পিঠে,হাতে,পায়ে ও ডান চোখে, রিয়াজ মোল্লা, ও অঞ্জন মোল্লার সারা শরীরে রডের বাড়ীতে জখম হয়, আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার কাজীবাকাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে বেশ কিছু দিন ধরে মুক্তিযোদ্ধা জলিল মোল্লার ছেলে তোতা মোল্লার সঙ্গে একই এলাকার এনায়েত মোল্লার ছেলে কালু মোল্লার দ্বন্ধ চলে আসছে বলে জানা যায়। অভিযোগ উঠে, এ দ্বন্ধের জের ধরে কালু মোল্লা,টিপু মোল্লা,লিটু মোল্লা পিতা এনায়েত মোল্লা,গ্রাম পশ্চিম মাইজ পাড়া,সাইদুল কবিরাজ পিতা মৃত আলেপ কবিরাজ,রায়হান কবিরাজ পিতা শাহজাহান কবিরাজ, গ্রাম পুর্ব মাইজপাড়া সহ আর ৪/৫ জনে মিলে তোতা মোল্লা (৩০) পিতা মৃত আঃ জলিল মোল্লা,রিয়াজ মোল্লা (২০) পিতা হাবিবুর রহমান মোল্লা,ও অঞ্জন মোল্লা (২৬) পিতা মোশারফ মোল্লার ছেলেকে রড দিয়ে পিটিয়ে জখম করে।আহত তোতা মোল্লা বলেন ওরা আমাদের নামে একটি মিথ্যা মামলা দিয়ে ছিলো আমরা ওই মামলায় জামিনের রিকল নিয়ে থানায় যাচ্ছিলাম এটা ওরা জানতে পেরে দলবল গুছিয়ে আমাদের মেরে ফেলার জন্য লোহার রড দিয়ে এলোপাতারী বাড়ী দিতে থাকে আমাদের ডাক চিৎকারে এলাকার লোকজন এলে আমাদেরফেলে রেখে যায়।অভিযুক্ত কালু মোল্লা বলেন তাদের কে আমরা কোন মারধোর করিনি সর্ম্পুন মিথ্যা কথা বলছে আমাদের নামে।এ ব্যাপারে ডাসার থানার দায়িত্ব প্রাপ্ত ওসি মো. নাসিরউদ্দিন বলেন,শুনেছি মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো মামলা দিতে আসেনি মামলা হলে আইনি ব্যাবস্থা নিব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment