মাদারীপুরে বাংলা টিভির সাংবাদিকের পরিবারের উপর হামলা, নারীসহ আহত ৭

 মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি।

জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুরে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান সোহাগের পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। হামলায় সাংবাদিক মেহেদীর মা’সহ আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেদীর মা সেলিনা বেগম (৪৫), আজিজুল হাওলাদার (৪০), জামিলা বেগম (৩৫), হাবিব হাওলাদার (২৫), শাখাওয়াত (৪০), বাকিদের নাম পাওয়া যায়নি। পুলিশ ও সাংবাদিক মেহেদী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মকবুল হোসেন হাওলাদারের সাথে মাদারীপুর বাংলা টিভির ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি ও সুর্বণগ্রাম পত্রিকার এর ষ্টাফ রিপোর্টার মেহেদী হাসান সোহাগের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মকবুল তার লোকজন নিয়ে মস্তফাপুর এলাকায় মেহেদীর বাড়িতে হামলা চালায়। এতে দুই নারীসহ আহত হয়েছেন ৭ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনায় সাংবাদিক মেহেদী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment