পিটসবার্গে হতাহত ইহুদিদের আর্থিক সাহায্য করছে মুসলমানরা

পিটসবার্গে হতাহত ইহুদিদের আর্থিক সাহায্য করছে মুসলমানরা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে ইহুদি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় হতাহত ইহুদিদের জন্য ঘরে ঘরে গিয়ে অর্থ সংগ্রহ করছে দেশটির মুসলিম সম্প্রদায়। এরই মধ্যে কয়েক লাখ ডলার সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে মুসলিম নেতারা।

অর্থ সংগ্রহ অভিযানটি শুরু হয় মুসলিম নাগরিকদের দ্বারা পরিচালিত ওয়েবসাইট ‘লঞ্চগুড’ এর পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি জানায়, ‘হামলায় আহত ব্যক্তি অথবা স্বজন হারিয়েছে এমন পরিবার— সবাইকে আমরা সাহায্য করবো।’

মুসলিম কমিউনিটি নেতা তার্ক আল মেসিদি জানান, প্রথম কয়েক ঘণ্টাতেই ৪৩ হাজার ডলার সংগ্রহ করা সম্ভব হয়। এত দ্রুত এত টাকা উঠবে সেটা ভাবেননি তারা।

শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের পিটসবার্গে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়। এতে আহত হয় ৬ জন।

হামলা চলাকালে উপসনালয়ে বহু মানুষের উপস্থিতি ছিল। সবাই তখন উপাসনালয়ে প্রার্থনারত ছিলেন। আকস্মিক এক বন্দুকধারী চিৎকার করে গুলি করতে থাকে এবং বলতে থাকে, ‘সব ইহুদিকে মরতে হবে’।

হামলার পর তিনটি পিস্তল ও একটি রাইফেলসহ হামলাকারী রবার্ট বাওয়ার্সকে গ্রেফতার করে পুলিশ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment