নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

মোহাম্মদ হাফিজের ব্যাটিং ঝড়, আর হাসান আলীর দুর্দান্ত পেসে নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু হলো পাকিস্তানের। প্রথম টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে তারা।আবুধাবিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করে পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১৪৬ রান করে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তানিরা।

১০ রানে দুই ওপেনার বিদায় নিলে আসিফ আলীকে নিয়ে হাফিজ ৬৭ রানের ঝড়ো জুটি গড়েন। ৩৬ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৫ রানে বিদায় নেন তিনি। তারপর অধিনায়ক সরফরাজ আহমেদের ২৬ বলে ৩৪ রানের ইনিংসের সঙ্গে শেষ দিকে ইমাদ ওয়াসিমের ৫ বলে করা ১৪ রান উল্লেখযোগ্য অবদান রাখে।১৪৯ রানের লক্ষ্যে নেমে রস টেলর ও কলিন মুনরো ঝড়ে জয়ের দোরগোড়ায় ছিল নিউজিল্যান্ড। কিন্তু শাহীন আফ্রিদি শেষ ওভারে ১৭ রান করতে দেননি কিউইদের। মাত্র ২ রান দূরে থাকতে থামে তারা। বৃথা যায় মুনরোর ৩৮ বলে হাফসেঞ্চুরি ও টেলরের ২৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস।

তার আগে হাসান ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লাগাম টেনে ধরেছিলেন। মুনরো ৪২ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৮ রান করেন।ম্যাচসেরা হন হাফিজ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment