শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসলে রাউজান হবে দেশের শ্রেষ্ট উপজেলা

অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন রাউজানের সবকিছুতে নতুনত্ব আনা হয়েছে। রাউজান একটি মডেল উপজেলা হিসবে পরিণিত করা হয়েছে।  এই উপজেলা বর্তমানে একটি শান্তিরনগর উপজেলা।  তিনি বলেন এসব কাজ করা সম্ভব  হয়েছে শেখ হাসিনা সরকারের কারণে। চুয়েট পর্যন্ত রেল লাইন, আইটি পার্ক, বিসিক শিল্পাঞ্চাল, দক্ষিণ রাউজান থানা, আরবী বিশ্ববিদ্যালয়, ট্রামা সেন্টার, দক্ষিণে ফায়ার সার্ভিস, খাদ্য গুদামসহ বড় বড় যে প্রকল্প সমূহ হাতে আছে, এসব প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্য অর্জনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এসব কাজ শেষ করা হলে রাউজান হবে দেশের মধ্যে একটুকরা সোনার বাংলা ও শ্রেষ্ট মডেল থানায় পরিণিত হবে, তিনি আরো বলেন এই উপজেলার সব আধুনিক অবকাঠামোর সাথে যুক্ত হচ্ছে দৃষ্টিনন্দন একটি মসজিদ। উপজেলা সদরে এটি নির্মাণ করা হচ্ছে ২০ কোটি টাকা ব্যয়ে। অন্যান্য ধর্মাবলম্বিদের ধর্মীয় প্রতিষ্ঠানও সাজানো হয়েছে সুন্দর পরিবেশে প্রার্থনা করার উপযোগি করে। উত্তর দক্ষিণে দৃষ্টিনন্দন দুটি মন্দির নির্মাণ করা হয়েছে। বৌদ্ধদের প্রতিটি মন্দিরে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি গত দ’দিন তিনি রাউজানের উরকিরচর, পশ্চিম গুজরা,পূর্বগুজরা,বিনাজুরী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্বাচনপূর্ব গণসংযোগকালে এসব কথা বলেন। এসব সমাবেশে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উরকিরচরের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল,পশ্চিম গুজরার চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, এডভোকেট দিপক দত্ত, পূর্বগুজরার চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, দুলাল বড়য়া, জসিম উদ্দিন চৌধুরী,এম এস আজম খান, মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম,নসরুল্লাহ চৌধুরী লালু, আবদুল মালেক মেম্বার, মোস্তাফিজুর রহমান মেম্বার, জামাল উদ্দিন, ররিন্দ্র লাল চৌধুরী, মফজল হোসেন,আ.জ.ম. রাশেদ পল্টনদেবসহ উপজেলা, ইউনিয়ন সমূহের আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। সাংসদ ইউনিয়ন সমুহের বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুলের শিক্ষার্থীদের হাতে কৃতিত্বে পুরুষ্কার প্রদান করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment