ফটিকছড়ির সন্ত্রাসী অানু শাহ্ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ির দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী অনোয়ার শাহ ওরফে অানু শাহ্ ওরফে অানু বাদশা ও এক যুবককে অস্ত্র, গুলি ও হাতকড়াসহ চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজীদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। সন্ত্রাসী অানোয়ার শাহ্ (৩০) ওরফে অানু শাহ্ ধূরং এলাকার ফজলুর রাব্বীর ছেলে। গ্রেপ্তারকৃত অপরজন হলো ফটিকছড়ির বিবিরহাট এলাকার আবদুল জব্বারের ছেলে সাবেদুল হক নুরু (৩৪)। এ সময় তাদের কাছ থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি হাতকড়া ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানায়, আনোয়ার শাহ ওরফে আনুশাহ পুলিশের তালিকাভুক্ত ডাকাত। ফটিকছড়িসহ নগরীর বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্বে ছিলো অানুশাহ। তার বিরুদ্ধে ফটিকছড়িসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বায়েজীদের ট্যানারি বটতল এলাকা থেকে অস্ত্র, গুলি, হাতকড়া ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা হয়তো পুলিশ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের দুইজনের বিরুদ্ধে ফটিকছড়িসহ নগরীর বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে আটটির মতো মামলা রয়েছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment