৬ নভেম্বর সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

আগামী ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (২ নভেন্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির কথা জানান।

এক প্রশ্নের জবাবে রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও সমাবেশের অনুমতি পাইনি। তবে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। আশা করি অনুমতি পাবো।’

তিনি বলেন, ‘জনসভা সফল করতে ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার সাবেক এমপিদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।’

এদিকে বৃহস্পতিবার রাতে গণভবনে ক্ষমতাসীন সংগঠনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ থেকে বের হয়ে আওয়ামী লীগের নেতারা একে সফল বললেও বিএনপির মহাসচিব সংলাপে সন্তুষ্ট নন বলে জানান। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও একই সুরে কথা বলেন। তিনি জানান, সাত দফা দাবির কোনও সমাধান তারা পাননি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment