রাজৈরে ১০ টি কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে

 মোঃ ইব্রাহীম,রাজৈর (মাদরীপুর) প্রতিনিধি।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় সারাদেশের ন্যায় এক যোগে মারীপুরের রাজৈরে ভেনুসহ ১০ টি কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বাংলা ১ম পত্র ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) কুরআন মাজিদ ও তাজবিদ পরিক্ষার মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে । রাজৈর মাধ্যমিক শিক্ষা অফিষ সুত্রে জানাযায়, এবছর রাজৈর উপজেলায় (জুনিয়র স্কুল সার্টিফিকেট ,জুনিয়র দাখিল সার্টিফিকেট ,টেক্সটাইল ও ভোকেশনাল) ১০ টি কেন্দ্রে ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও উপস্থিত ছিলো ৪ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবারের পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) অংশগ্রহন করে ৪ হাজার ১৪৫ জন, জেডিসিতে ২৬২, টেক্সটাইল ৯১,ও ভোকেশনালে ১৭৮ জন পরীক্ষার্থী।এবছ অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ৭৩ জন। রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার ভাইজার,ননি গোপাল জনায়,এবছর ১০ টি কেন্দ্রে শান্তি পূর্ণভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment