বাংলায় কথা বলবেন ‌‘রোমিও-জুলিয়েট’

বাংলায় কথা বলবেন ‌‘রোমিও-জুলিয়েট’

বাংলায় কথা বলবেন  লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্লেয়ার ডেইন্স। কারণ তাদের অভিনীত ‌‘রোমিও + জুলিয়েট’ এবার প্রচার হবে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। এ জন্য বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে হলিউড মুভি ‘রোমিও + জুলিয়েট’।

মার্কিন প্রনয়ধর্মী এ নাট্য চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৬ সালে। ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটক অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ব্যাজ লুরমান। এতে নাম চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্লেয়ার ডেইন্স। এটি শেকসপিয়ারের নাটকের সংক্ষেপিত ও আধুনিক রূপ।

শেকসপিয়ারের মূল সংলাপ রয়ে গেলেও মন্টাগুয়ে ও ক্যাপুলেট পরিবারকে যুদ্ধরত মাফিয়া সাম্রাজ্য হিসেবে দেখানো হয় এবং তলোয়ারের পরিবর্তে বন্দুক ব্যবহার করা হয়েছে এতে।

এ চলচ্চিত্রের জন্য ১৯৯৭ সালে ৪৭তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ লিওনার্দো ডিক্যাপ্রিও শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন বিয়ার এবং পরিচালক লুরমান আলফ্রেড বাউয়ের পুরস্কার লাভ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment