কর্তৃপক্ষের দৃষ্টিহীনতায় দুই লাখ মানুষ কুড়িগ্রামে ১যুগ হলেও মেরামত হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজ

কুড়িগ্রাম প্রতিনিধি: ০৩-১১-২০১৮ইং

কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ ঝাকুয়াবাড়ী দিগদারী বিলের উপরের ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ঝুকিপূর্ণ পাড়াপাড় করেছে এলাকাবাসী। বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রায় ১২বছর যাবৎ কর্তৃপক্ষের দৃষ্টিহীনতায় বিপাকে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। স্থানীয় আবদার হোসেন জানান, ১৯৮৮ সালের বন্যায় ৪০মিটার দীর্ঘ্য ব্রিজটির পূর্ব প্রান্তে সড়ক ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তখন এলাকার জনসাধারণের উদ্যোগে উক্ত স্থানে একটি কাঠের ব্রিজ নির্মাণ করে চলাচলের উপযোগী করা হয়। ফলে নাগেশ্বরী উপজেলার কচাকাটা, বল্লভের খাষ, নারায়ানপুর, কালিগঞ্জ, ভিতরবন্দ, ও নুনখাওয়াসহ বিভিন্ন এলাকার প্রায় দুইলক্ষাধিক মানুষের সুবিধা হয়। জানা যায়, ২০০৫-২০০৭ সালে ব্রিজটির পাটাতন ধ্বসে যাওয়া শুরু হয় এবং ২০১৭ সালের ভয়াবহ বন্যায় পানির তীব্র ¯্রােতে ক্ষয় হয়ে যায় ব্রিজটির তলার মাটি। প্রায় তিন বছর আগে ব্রিজটির এক পাশের রেলিং সম্পূর্ণ ভেঙ্গে যায়। বর্তমানে ব্রিজটির উপরের অংশ ভেঙ্গে লোহার রড বাহির হয়ে চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে । যারফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করলেও বন্ধ হয়ে গেছে যান চলাচল। বিকল্প পথে দূর হওয়ার ব্যবসায়ীদের মালামাল আনা নেয়ায় খরচ বেশি হওয়ার ফলে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। এ বিষয়ে ব্যাবসায়ী শহিদুল ইসলাম, জামাল উদ্দীন, কালিগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী আমিনুর, আনিছুর রহমানসহ অনেকেই জানান, উপজেলা সদর থেকে মালামাল আনতে আগের চেয়ে অনেক বেশি খরচ পড়ছে। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছি। অন্যদিকে এসব এলাকার উৎপাদিত ফসল বাইরে পাঠাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকগণ। অন্য পথে ঘুরে আসায় বেশি সময় লাগে এবং সময়মত হাসপাতালে যেতে না পারলে মৃত্যু ঝুঁকিতে পরছে স্থানীয় গর্ভবতি মাসহ অন্যান্য রোগীরা। সেই সাথে সমস্যা হচ্ছে স্কুলগামী ছাত্র/ছাত্রীদেরও। এমতাবস্থায় এলাকাবাসীর জীবন যাত্রায় দুঃখ-দূর্দশা, দূর্ভোগ লাঘব ও শিক্ষা,স্বাস্থ্য সেবা নিশ্চিতও করতে দ্রুত গতিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও সেতুটি নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানিয়েছেন এলাকার সকল শ্রেণির মানুষজন। এ ব্যাপারে ভিতরবন্দ ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি কর্তৃপক্ষেকে অবগত করানো হয়েছে, বরাদ্ধ আসলেই কাজ শুরু করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment