‘হিগুয়েইন শেষ, সময় এখন ইকার্দির’

'হিগুয়েইন শেষ, সময় এখন ইকার্দির'

মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা লিওনেল স্কালোনি। রাশিয়া বিশ্বকাপের পর আর তার দলে সুযোগ পাননি সাবেক রিয়াল-জুভেন্টাসের স্ট্রাইকার হিগুয়েইন। এছাড়া আগুয়েরো-ডি মারিয়াকেও ডাকা হয়নি দলে। আর্জেন্টিনার আক্রমণের দায়িত্ব পালন করছেন মাউরো ইকার্দি, পাউলো দিবালা-গিওভান্নি সিমিওনেরা। আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার বাতিস্তার মতে, আর্জেন্টিনা দলে ইকার্দিই ঠিক আছেন।

আর্জেন্টিনার ইতিহাস সেরা স্ট্রাইকারদের একজন এই বাতিস্তা। জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার একজন পরিপূর্ণ স্ট্রাইকার বলা হয় তাকে। তার কাছে প্রশ্ন রাখা হলো কোপা আমেরিকা সামনে রেখে স্ট্রাইকার হিসেবে ভালো কে হবেন। যেহেতু তিনি স্ট্রাইকার আর তাকে যদি সুযোগ দেওয়া হয় তবে গোলের মুখে কাকে বেছে নেবেন। স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইর্কাদির নাম বললেন তিনি। তবে হিগুয়েইনকে তার পছন্দ সে কথাও জানিয়ে দিলেন।

গ্যাব্রিয়েল বাতিস্তা বলেন, ‘একজনকে বেছে নিতে একটু চিন্তা করতে হচ্ছে। আর্জেন্টিনায় সবসময়ই আমার পছন্দের স্ট্রাইকার ছিল হিগুয়েইন। কিন্তু সে দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছে। তার যা সুযোগ পাওয়া দরকার তা পেয়েছে। আমি মনে করি, এবার ইকার্দির সুযোগ পাওয়ার পালা। তার সামনে উন্নতি করার অনেক জায়গা আছে।’

মেসি আর্জেন্টিনা দলে ফিরবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে আগুয়েরা-হিগুয়েইনদের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। ডিয়াগো সিমিওনে, আকুইনাদের নিয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা। আর দেশটির সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তা তরুণদের কাজের প্রতি মনোযোগে বেশ খুশি, ‘ইকার্দি, দিবালা এবং সিমিওনে খুব কর্মঠ ফুটবলার। তাদের উন্নতি করার আকাঙ্খা অনেক বেশি। আমি মনে করি আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যত তারাই। হিগুয়েইনের দলকে যা দেবার ছিল তা দিয়ে ফেলেছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment