দিনাজপুরে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

মন্জুর আলী শাহ , দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরে জেলহত্যা দিবসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
আজ শনিবার  (৩ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের জেনারেল হাসপাতালে মোড়ে অবস্থিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইহবালুর রহিম এমপি। এ সময় দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল লতিফ, মো. আলাউদ্দীন, মো. বজলুল হক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী তাজ-উল-শামস প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. নুরুজ্জামান জাহানী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আওয়ামীলীগ নেতা ওয়াহেদুল আলম আিির্টষ্ট, দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মো. মিয়াউর রহমান নওশাদ, সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর পর হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা ও ভুট্টা বীজ বিতরণের উদ্বোধন করেন। এছাড়া  হুইপ ইকবালুর রহিম এমপি প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তি প্রস্থরের স্থাপন করেন এবং আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সব অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, উপজেলা কৃসি অফিসার মো. আকলিমুজ্জামান, দিনাজপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রেসকাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মাজেদুর রহমান জুয়েল, অসোক চেয়ারম্যান, উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment