এবার ঢাকার মঞ্চে আহনাফ তাজওয়ার আইয়ুব

এবার ঢাকার মঞ্চে আহনাফ তাজওয়ার আইয়ুব

কিংবদন্তী ব্যান্ড সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুকে ছাড়া চট্টগ্রামের পর এবার প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করল এলআরবি। শুক্রবার রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলআরবির পরিবেশনা শুনতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এসময় এলআরবির সদস্যদের মঞ্চে আসেন আইয়ুব বাচ্চুর উত্তরসুরি আহনাফ তাজওয়ার আইয়ুব। মাইক্রোফোন হাতে নিয়ে আহনাফও জানান, আমার বাবাকে গানেই স্মরণ করতে চাই।

এদিকে মঞ্চে ডেকে আনা হলো ‘মাইলস’-এর প্রতিষ্ঠাতা সদস্য মানাম আহমেদকে। আইয়ুব বাচ্চুকে নিয়ে বন্ধুত্বের স্মৃতি শোনালেন তিনি।

এরপর এলআরবি দুটি গানে পারফর্ম করেন। মাসুদ গেয়ে উঠেন ‘আর কতো এভাবে আমাকে কাঁদাবে’। এরপর গানে গেয়ে শোনান আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ। তিনি গেয়ে উঠেন বিখ্যাত গান ‘চলো বদলে যাই’। এসময় তাদের সঙ্গে কিবোর্ড বাজাতে দেখা গেছে মানাম আহমেদকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment