পটুয়াখালীর ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ অনুষ্ঠিত।।

 পটুয়াখালী প্রতিনিধি, ০৪ নভেম্বর।। বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ এর প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইনস্টিটিউট চত্ত্বরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী, অবিভাবক, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক, প্রতিনিধি উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত ০৬ টি উদ্ভাবন/প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়। এর থেকে নির্বাচিত ৩টি উদ্ভাবন/প্রকল্প আগামী ২৪ নভেম্বর ২০১৮ তারিখে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দ্বিতীয় পর্ব অর্থাৎ ১৩টি অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৫২টি উদ্ভাবন/প্রকল্প ঢাকায় আগামী ২০১৯সালে এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় (জাতীয় পর্যায়) অংশগ্রহণ করবে। ইনস্টিটিউটের অধ্যক্ষ নাজমা সুলতানার সভাপতিত্বে ও কো- অর্ডিনেটর মো. শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রকৌশলী হাসান মো.কামরুজ্জামান, অধ্যক্ষ পটুয়াখালী পলিটৈকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মোফাজ্জেল হোসেন খাঁন, প্রক্তন অধ্যক্ষ, ইসহাক মডেল ডিগ্রি কলেজ ও সদস্য পরিচালনা পর্ষদ বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী, মো.শহিদুর রহমান, পরিচালক, বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালী ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment