দোহারে আওয়ামীলীগ এর উদ্দ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠীত

সিনিয়র স্টাফ রিপোর্টার: আবু জোনায়েদ বিপ্লব

গত শনিবার দোহার ৯নং ওয়ার্ডে ফেয়ার স্টার প্রি-ক্যাডেট স্কুলে আওয়ামীলীগ এর উদ্দ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠীত হয়। সভার সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার। সভার শুরুতেই, ৩ নভেম্বরে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রোদ্ধা নিবেদন করেন নেতা কর্মীরা। ঐ সময় ১ মিনিট নিরবতা পালন করে সভা শুরু করেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মী সভাতে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের মধ্যে নেতা কর্মীর মত বিনিয় হয়। এসময়ে উল্লেখযোগ্য মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহারের উন্নয়নকে ধরে রাখতে হলে নৌকার বিকল্প নেই। আপনারা জানেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পদ্মা ভাঙ্গনে দোহার-নবাবগঞ্জ এ ইতিমধ্যে প্রায় ১৮শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। পদ্মা বাইপাস রোডসহ উন্নয়নের প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। দেশ বরেণ্য শিল্পপতি মাননীয় প্রধান মন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যান সালমান এফ রহমান মনোনিয়ন প্রত্যাশি, যদি নির্বাচন মনোনিয়ন বোর্ড তাকে মনোনিয়ন দেন তাহলে দোহার-নবাবগঞ্জ এ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নির্বাচন করার একটি পরিকল্পনা করে রেখেছেন। ১৭৮টি ভোট কেন্দ্রে তিনি আপনাদের নিয়ে উঠান বৈঠক করবেন। তার ফলশ্রুতিতে আজকের এই সভা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফজলুল হক তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা হতে আজ সে বিশ^ নেত্রীতে পরিনত হয়েছেন। আন্তর্জাতিক মহলের নিপূণ নির্ধারনে সারা বিশে^র দশজন সততার স্থানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সততার প্রতীক হিসাবে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জল করেছেন। তাই পার্থী যেই হোক, আপনারা জাতীর জনক বঙ্গবন্ধুর সপ্ন সোনার বাংলা গড়ার দ্বিপ্ত শপথ নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট চাইবেন। এসময়ে আরো বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহ্ধসঢ়;সান খোকন, সুতারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম খোকা, দোহার উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য আবু জোনায়েদ বিপ্লব, দোহার উপজেলা সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ। আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, সাদ্দাম প্রমুখ। সভা সঞ্জালন করেন সুতারপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment