জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় গ্রাম পুলিশ আহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে গত রবিবার রাতে পূর্ব বিরোধের জের ধরে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলায় গ্রাম পুলিশ আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গন্ধর্ব্বপুর গ্রামের মৃত আয়াজ উল্লাহ তালুকদারের ছেলে গ্রাম পুলিশ মো. সাইফুল রহমানের সাথে একই গ্রামের মৃত মনু মিয়া তালুকদারের ছেলে ছইল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরে গত রবিবার (৪ নভেম্বর) গ্রাম পুলিশ মো. সাইফুল রহমান রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নোটিশ বিতরণ করেন। নোটিশ বিতরণ শেষে বাড়ী ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা মনু মিয়া তালুকদারের ছেলে ছইল মিয়া (৪০), জয়নাল আবেদীন (৪৫), গোলাপ মিয়ার ছেলে মো. গোলাম রাব্বানী (৩৫), মনু মিয়া তালুকদারের ছেলে গোলাপ মিয়া (৬৫) সহ আরো অনেকে গন্ধর্ব্বপুর গ্রামের মোকাম বাড়ীর সামনের রাস্তায় রাত ৭টা ৩০ মিনিটের সময় সাইফুল রহমান আসলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় গ্রাম পুলিশ ছইল মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় ছইল মিয়াকে জগন্নাথপুর স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়। হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে জানতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি। আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তদন্তের মাধ্যমে আইন আনুকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment