কুড়িগ্রামে ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৯-১১-১৮

কুড়িগ্রামে ইজতেমা বন্ধ এবং তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা তাবলীগী সাথী ও ওলামায়ে কেরামগণ। শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মদিনাতুল উলুম মাদ্রাসার মাওলানা ওসমান গণি কাসেমী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মুফতী শামসুদ্দিন, নাগেশ^রীর মাওলানা আমিনুল ইসলাম, চন্ডিপুরের মুফতী আব্দুল হান্নান, সওদাগড় পাড়ার মেছবাহুল উলুম ক্কওমী মাদ্রাসার মাওলানা নুর উদ্দিন কাসেমী, ফাতেমাতুয যাহরা বালিকা মাদ্রাসার মাওলানা ফরিদ উদ্দিন, দাসেরহাট মাদ্রাসার মাওলানা আবু বকর সিদ্দিক, কবিরাজ পাড়া মাদ্রাসার মাওলানা আব্দুর রহিম, যাত্রাপুর ক্কওমী মাদ্রাসার মুফতী জামাল উদ্দীন, কেতার মোড় ক্কওমী মাদ্রাসার মাওলানা হাবিবুর রহমান, মাওলান রাশেদুল ইসলাম প্রমুখ। পূর্ব ঘোষনা অনুযায়ী আগামি ১৫ থেকে ১৭ নভেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তাবলীগের মাওলানা সাদ্ধসঢ়; এর অনুসারীগণ তিনদিন ব্যাপি ইজতেমার আয়োজন করে। অপর অংশ তাবলীগী সাথী ওলামায়ে কেরামগণ সংবাদ সম্মেলনে দাবি করেন ভারতের নিজামুদ্দিন মার্কাসের মুরব্বী মাওলানা সাদ্ধসঢ়; একজন স্বঘোষিত আমির এবং ঈমান ও আকিদা ধ্বংসকারী। তিনি কোরআন ও হাদিসের অপব্যাংখ্যা করেন। চলতি বছর কাকরাইল মার্কাস মজজিদের শূরাগণ, শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামগণসহ ত্রিপক্ষীয় বৈঠকে মাওলানা সাদ্ধসঢ়;’কে টঙ্গী বিশ^ ইজতেমায় না আনার সিদ্ধান্ত হয়। এছাড়াও জেলায় জেলায় ইজতেমা না করে টঙ্গীতে জেলাভিত্তিক বিশ^ ইজতেমা সফলভাবে আয়োজন করা হয়। অথচ সাদ্ধসঢ়; অনুসারীরা বিশ^ ইজতেমা বানচাল করতে সিদ্ধান্ত অবমাননা করে জেলায় জেলায় ইজতেমা করার অপচেষ্টা করছে। সংবাদ সম্মেলনে এই ইজতেমা বন্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। তানাহলে ইজতেমা বন্ধে তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিতে রয়েছে ১১ নভেম্বর পুরাতন ঈদগাহ মাঠে গণজমায়েত ও বিক্ষোভ, ১৩ নভেম্বর জেলা প্রশাসক অফিসের সামনে ইজতেমা বন্ধ ঘোষনা না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট এবং কুড়িগ্রাম জেলা মার্কাসকে তাবলীগের সাথী ও ওলামায়ে কেরামগণের নিকট হস্তান্তরের দাবি জানানো হয়। এ ব্যাপারে কুড়িগ্রামে ইজতেমা আয়োজক কমিটির মাঠের জিম্মাদার এরশাদুল আলম চাঁদ, হাজী বাবর উদ্দিন ও আতাউর রহমান জানান, জেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়টি ফয়সালা করা হয়। সে মোবাবেক তিন দিনের ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। এবার সাধারণ মুসল্লীগণ শান্তিপূর্ণভাবে ইজতেমায় অংশগ্রহন করছে। সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment