আগামীকাল উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস

মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি :

আগামীকাল ১৩ নভেম্বর মঙগলবার হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আল বদরের সহযোগিতায় ”মুক্তাঞ্চল” হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের ১৫টি গ্রাম ৭ শত নারী পুরুষ ও শিশুদের দাগারকুঠি বধ্যভুমিতে জড়ো করে পাখির মত গুলি করে ও বেনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। ধর্ষন করে শত শত নারীকে। ফিরে যাওয়ার সময় জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম । ওই দিন পাক হানাদার বাহিনীর নির্যাতন ও নৃশংসতা প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, নওয়াব আলী,আবুল কাশেম কাচুঁ,দেলওয়ার হোসেন,আবু বক্কর সিদ্দিক ও হিতেন্দ্র নাথ নামের ৬ মুক্তিযোদ্ধা। সে দিন হানাদার বাহিনীর গণ হত্যা বিষয়ে অনেকে জানান, সেদিন ছিল ১৩ নভেম্বর, ২৩ রমজান। শেষ রাতের সেহেরীর ভাত খেয়ে মানুষ ঘুমিয়ে পড়ে। সেই ঘুমন্ত মানুষের উপর হানাদার বাহিনী বরবর হত্যাযজ্ঞ চালিয়ে ৭ শত মানুষ হত্যা করে। দেশ স্বাধীন হয়েছে ৪৮ বছর। কিন্ত শহীদদের স্বরনে একটি সৃস্তিতম্ভ নির্মান করা হয়েছে মাত্র। কিন্তু শহীদদের তালিকা ও শহীদ পরিবারের সহায়তা বা স্বীকৃতি দেয়া হয় নাই। এ সমস্থ শহীদ পরিবারের অনেকে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করছে। হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান বি এম আবুল হোসেন জানান,শহীদ পরিবারের তালিকা প্রনয়ন সহ তাদের স্বীকৃতি দাবী করেন বলেন এ পরিবার গুলোকে পুর্নবাসন করা প্রয়োজন। এদিকে দিনটি পালনে উলিপুর প্রশাসনসহ সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment