আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ছিনতাইকারী নিহত

 মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)সাভার প্রতিনিধি

ধামরাই থানা পুলিশ শামীম হোসেন নামে ছিনতাইকারী দলনেতাকে গ্রেপ্তার করে। পুলিশ জানান গত কয়েকমাস আগে থেকেই ধামরাই, আশুলিয়া,সাভার এর বিভিন্ন এলাকায় নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে লোকজনকে জিম্মিকরে টাকা করার ঘটনা ঘটে। ছিনতাইকারী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানুষকে হয়রানী ও পুলিশের সুনাম নষ্ট করে আসছিলেন। সোমবার (১২ নভেম্বর) ভোরে আশুলিয়ায় টংগাবাড়ি এলাকায় শামীম হোসেন(৪৫)কে নিয়ে তার সহযোগীদের আটক করতে গেলে পুলিশ এর উপর গুলি চালায়, পুলিশ ও পাল্টা গুলি চালালে শামীম গুলি বিদ্ধ হয়। শামীর এর বাড়ি যশোর কোতয়ালী থানা মহেন্দপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে। রবিবার রাতে ধামরাই উপজেলার কালামপুর থেকে শামীমকে আটক করে ধামরাই থানা পুলিশ। ভোর রাতে শামীমকে নিয়ে আশুলিয়া থানার টংগাবাড়ি এলাকায় নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের উপর গুলি চালায় । পুলিশ আত্নরক্ষার্থে গুলি চালালে উভয়ের মধ্যে গুলি বিনিময় হয় । গুলি বিনিময়ের এক পযার্য়ে শামিম গুলি বৃদ্ধ হয় । তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । ধামরাই থানার পরিদর্শক দীপক সাহা বলেন শামীম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment