কুড়িগ্রামের ৪টি আসনে নৌকার দাবিদার ৫৯জন, এক আসনেই ৩০জন

 মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র কেনার ধুম পড়েছে। সোমবার মনোনয়নপত্র বিক্রি শেষে দেখা গেছে চারটি সংসদীয় আসনে আওয়ামীলীগ থেকে মোট ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান করেছেন। এরমধ্যে কুড়িগ্রাম-১ আসনে থেকে ১০জন, কুড়িগ্রাম-২ আসন থেকে ১০জন, কুড়িগ্রাম-৩ আসন থেকে ৯জন এবং কুড়িগ্রাম-৪ আসন থেকে ৩০জন। জানা গেছে, বাংলাদেশের একটি মাত্র সংসদীয় আসনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র কেনার দৌড়ে কুড়িগ্রাম-৪ দ্বিতীয অবস্থানে রয়েছে।প্রথম অবস্থানে আছে বরগুনা-১ আসনটি। সেখানে আওয়ামীলীগের মনোনয়ন কিনেছেন ৫২জন প্রার্থী। এতে করে আওয়ামীলীগের দলীয় তহবিলে জমা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা। অনেকেই বলছেন, সাধারণ ভোটার দুরের কথা দলীয় নেতাকর্মীও চিনেনা এমন অনেকেই মনোনয়ন ফর্ম তুলেছেন।কুড়িগ্রাম-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, জেলা পরিষদের সদস্য লাভলী বেগম, ডা: উজ্জ্বল প্রমূখ। কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো: জাফর আলী, সাবেক জেলা পরিষদের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব:) আমসাআ আমিন, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক ডা: হামিদুল হক খন্দকার, জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা পরিষদ সদস্য মাহবুবা আক্তার লাভলী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, চলচিত্র পরিচালক ও প্রযোজক আবু সুফিয়ান। কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম.এ মতিন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর ওহাব ভুইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আতাউর রহমান বিপ্লব প্রমূখ। কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাকির হোসেন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, রৌমারী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, রৌমারী যুবলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু, জেলা যুব মহিলালীগের সভাপতি মারশাদ আক্তার খুকী, হাজী মুরাদ লতিফ, ইউপি চেয়ারম্যান ফজলুল হক, এডভোকেট মাসুম ইকবাল, জেলা পরিষদ সদস্য আজিমুদ্দিন প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment