মানুষ নয়, এবার টিভিতে খবর পড়বে রোবট

চেহারা অবিকল মানুষের মতো। কিন্তু রক্ত-মাংসের মানুষ নয়। মানুষের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে একটি রোবটের গায়ে।

এবার সেই রোবট সংবাদ পাঠ করবে। যে কোনও নিউজ অ্যাঙ্করের ভঙ্গিতে সে কথা বলবে। দুঃখের খবর হলে মুখ ভার করে পড়বে সেই খবর। আনন্দের সংবাদ দেবে হেসেই।

চীনে ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে রোবট নিউজ অ্যাঙ্কর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর প্রযুক্তির মাধ্যমে কাজ করবে এই সংবাদ পাঠক।

চীনের ঝিংহুয়া সংবাদসংস্থা ও সে দেশের সার্চ ইঞ্জিন কোম্পানি সোগোউ যৌথভাবে তৈরি করেছে পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চালিত নিউজ অ্যাঙ্কর।

সম্প্রতি চীনের ইন্টারনেট সম্মেলনে এরকম দুটি অ্যাঙ্করকে প্রকাশ্যে আনা হয়। তখন একজন রোবট অ্যাঙ্কর বলে, ‘আমাকে একজন সংবাদ পাঠকের ক্লোন তৈরি করা হয়েছে। আমাকে টেলিভিশনের সংবাদ পরিবেশনা শেখানো হয়েছে। আমাকে লেখা সামনে দিয়ে দিলে আমি টেলিভিশনের অ্যাঙ্করদের মতো করেই খবর পড়তে পারি।’

তার দিকে তাকিয়ে এবং তার কথা শুনে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে সে মানুষ নয়। একটি যান্ত্রিক রোবট। মূলত খরচ কমাতেই নাকি রোবট দিয়ে সংবাদ পড়াতে চায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াগুলো।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment