সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ দায়ের

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ- ৩ ( জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে নির্বাচনী আচারণ বিধি লঙ্গনের অভিযোগ এনে ১৭ই নভেম্বর শনিবার দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ বরাবরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও ১৬ ই নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহ্ফুজুল আলম মাসুম বরাররে লিখিত অভিযোগ দায়ের করেছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ার আগেই সুনামগঞ্জ- ৩ (দক্ষিণ সুনামগঞ্জ – জগন্নাথপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডনকে আওয়ামী লীগের দলীয় মনোনীত পদপ্রার্থী উল্লেখ করে গত ১৪ ই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্টার দিয়ে প্রচারনা চালানো হয়। এতে করে আরেক দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং আজিজুস সামাদ আজাদ ডনের সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি নির্বাচনী বিধি লঙ্গণ করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ ও জগন্নাথপুর উপজেলা সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম অভিযোগ পত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য , আজিজুস সামাদ আজাদ ডনের অনুসারী জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোতাহির আলীসহ কয়েকজন সমর্থকদের ফেইসবুক আইডিতে ১৪ই নভেম্বর বুধবার জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উল্লেখ করে আজিজুস সামাদ আজাদ ডন কে নৌকায় ভোট দিয়ে জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জবাসীর সেবা করার সুযোগ দান করার আহ্বান জানিয়ে একটি পোষ্টার পোষ্ট করা হয়। পোষ্টারে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও আজিজুস সামাদ আজাদ ডন এর ছবি স্থান পায়। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশর আজিজুস সামাদ ডন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও সুন্দর পরিবেশ তৈরীর লক্ষে নির্বাচনী আচরণ বিধির প্রতি খেয়াল রেখে নিজ ফেইসবুক আইডিতে দুই/তিন দিন পূর্বে সমর্থকদের উদ্দেশ্যে ঘোষনা দেন, ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় থেকে তাঁর বিল-বোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করার জন্য।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment