কুড়িগ্রাম-৪ আসনের নতুন প্রজন্মের দাবী- অ্যাড. জাহাঙ্গীর আলম

 মমিনুল ইসলাম বাবু ,কুড়িগ্রাম প্রতিনিধি

জোট ও মহাজোট ঠিক রেখে চারটি আসনের মধ্যে কুড়িগ্রাম ৪ আসন আওয়ামী লীগ রক্ষা করতে পারবে। আওয়ামী লীগের এই ঊর্বর ভূমিতে জনপ্রিয়, দক্ষ ও নুতুন প্রজন্মের পছন্দের প্রার্থীকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে বিজয় নিশ্চিত হবে। বহু দলীয় গ্রুপিংয়ে জর্জরিত চিলমারি, রৌমারী ও রাজিবপুর, এই তিন উপজেলা আওয়ামী লীগের সংগঠন এখন ধ্বংসের দারপ্রান্তে। স্বাধীনতার ৪৪ পরও নদ-নদী বেস্টিত কুড়িগ্রাম-৪ আসনের আমজনতা এখনও মৌলিক অধিকার বঞ্চিত। আওয়ামী লীগের সংগঠন করে পদ পদবীধারী নেতারা আজ লাভবান হলেও সংগঠন বাস্তবে মাখালফল। নেতাকর্মী শুন্য সহযোগী সংগঠন গুলির সভাপতি ও সম্পাদক সবাই এমপি মনোনয়ন প্রার্থী। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলেছেন ৩২ জন। নেতাদের এরকম আচরণ দেখে আওয়ামী লীগ সংগঠন রক্ষা করতে সহযোগী সংগঠন গুলির প্রাণ ত্যাগী ও বঞ্চিতরা হতাশা আর ক্ষোভে এবার আওয়াজ তুলেছে জোটবদ্ধ ভাবে এবার নতুন প্রজন্ম রাজপথে দাবী তুলেছে। নাগরিক সব অধিকার বঞ্চিত এই মানুষ গুলির পক্ষে নতুন প্রজন্মের সাথে নিবেদিত হয়ে মাঠে-ঘাটে কাজ করছে এমন ব্যক্তিকে এমপি চাই। সবার চাওয়ার সাথে মিলেছে তারুণ্য প্রিয় মানবতার সেবক হিসেবে এবার আওয়ামী লীগের ফর্ম নেয়া ৩২ জনের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এডভোকেট জাহাঙ্গীর আলম। একাদশ জাতীয় সংসদ নিবাচনে তাকে মনোনয়ন দিলে আমজনতার পাশাপাশি দল ও দলীয় নেতাকর্মীরা বিকশিত হবে। উল্লেখ্য, চিলমারি উপজেলায় জন্মনেয়া এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের আইন পেশার পাশাপাশি ও বঙবনধু আইনজীবী পরিষদের সদস্য এবং ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সভাপতি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment