লাদেনকে লুকিয়ে রেখে, বছরে ১৩০ কোটি ডলার নিচ্ছিল পাকিস্তান: ট্রাম্প

লাদেনকে লুকিয়ে রেখে, বছরে ১৩০ কোটি ডলার নিচ্ছিল পাকিস্তান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সহায়তা বন্ধ করার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন, ‘ওরা (পাকিস্তান) আমাদের জন্য কিছুই করে না।’

এ ছাড়া পাকিস্তান আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সৈন্য ঘাঁটির শহরের কাছে লুকিয়ে থাকতে সহায়তা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

রোববার মার্কিন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের সবাই জানতো, লাদেন সেখানে লুকিয়ে আছেন।’

পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বাড়ির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এভাবে বসবাস করা, পাকিস্তানে থাকা, এত সুন্দর করে পাকিস্তানে থাকা, আমার মনে হয়, ওরা এটাকে খুব সুন্দর অট্টালিকা বলে মনে করতো।’

মার্কিন নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ ২০১১ সালে দুঃসাহসিক হেলিকপ্টার অভিযানে অ্যাবোটাবাদের বাড়িটি গুঁড়িয়ে দেয়।

‘কিন্তু সে (লাদেন) পাকিস্তানে মিলিটারি একাডেমির ঠিক পাশেই ছিল। পাকিস্তানের সবাই জানতো, সে ওখানে আছে, যোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা তখন পাকিস্তানকে বছরে ১৩০ কোটি ডলার দিচ্ছিলাম। লাদেন পাকিস্তানে বাস করছিল, আর আমরা পাকিস্তানকে বছরে ১৩০ কোটি ডলার দিয়ে সহায়তা করছিলাম। এটা এখন আর আমরা করছি না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি এটা বন্ধ করেছি। কারণ, ওরা আমাদের জন্য কিছুই করছিল না, কিছুই না।’

গত বছর ট্রাম্প আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা সম্পর্কে তার কৌশল ঘোষণা করার পর থেকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে।

পাকিস্তান ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ নিরাপদ আশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে পাকিস্তাকে ‘ব্যাপক খেসারত’ দিতে হবে বলেও ইসলামাবাদকে সতর্ক করে দেন তিনি।

সেপ্টেম্বর মাসে ট্রাম্পের প্রশাসন ইসলামাবাদকে ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসবাদের মোকাবেলায় যথেষ্ট কাজ করছে না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment