সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে জলমহালকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আনোয়ার কাজী নামক এক ব্যাক্তি নিহত এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। থানা ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রাম নিবাসী উপজেলা আওয়ামী লীগ নেতা ও ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী ও তাঁর আপন চাচাতো ভাই একই গ্রাম নিবাসী ইউনিয়ন যুব লীগের সভাপতি সানোয়ার কাজীর মধ্যে পূর্ব পুরুষদের কাছ থেকে পাওয়া জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।এ নিয়ে কয়েকবার এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে শালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও উভয় পক্ষই তা মানেনি।এই বিরোধের জের ধরে জলমহালের মালিকানা নিয়ে আজ বুধবার(২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীতে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার কাজীর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।এই সংঘর্ষে মৃত আব্দুল আউয়াল কাজীর ছেলে ইউপি যুবলীগ সভাপতি সানোয়ার কাজীর বড় ভাই আনোয়র কাজী (৬৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এবং স্বাধীন কাজী, সানোয়ার কাজী, রুহুল আমিন কাজী, হিরো কাজী ও পাকুল কাজীসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। দিরাই থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment