গণধর্ষণের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা।

 নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ

aব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে এক গৃহ বধুকে গণ ধর্ষণের অভিযোগে আদালতে দায়ের করা মামলায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন আদালত। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল-১ আদালতের বিচারক বেগম মাফরুজা পারভীনের আদালত এই গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন। চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর কাজী মাহফুজুল হাসান ছিদ্দিকী,এ,এসআই কামাল হোসেন ও এস,আই সাধন কান্তি চৌধুরীর বিরুদ্ধে এই গ্রেপ্তারী পরোয়ারা জারী করা হয়। তাদের মাঝে সাধনকান্তি চৌধুরী বর্তমানে নাসিরনগর থানায়, ইন্সপেক্টরকাজী মাহফুজুল হাসান ছিদ্দিকী ঢাকায় ও এ,এসআই কামাল হোসেন কক্সবাজার সদর থানায় কর্মরত রযেছে। মামলার বাদী পক্ষের আইনজীবি এডঃ মাজহারুল আনোয়ার (মেরাজ) জানায়,২০১৭ সালের ৪ অক্টোবর রাত ৮ টায় উক্ত ৩ পুলিশ কর্মকর্তা আসামী ধরতে ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামে যান। তারা আসামী ধরতে না পেরে বাড়ী ঘর ভাংচুর শুরু করে। এ সময় মহিলারা বাধা দিলে তারা বাদীকে জোরপূর্বক নৌকায় উঠিয়ে নিয়ে যায়। এরপর পালাক্রমে ধর্ষণ শেষে বালিখোলা মঠের গোড়াতে ফেলে রেখে চলে আসে। সেখান থেকে জেলেরা ধর্ষিতাকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে আসে। ওই ঘটনায় ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে মামলা করেন গণধর্ষণের শিকার ওই নারী। এরপর ঘটনার জুডিসিয়াল তদন্ত হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেওয়ার পর আদালতে নারাজী দেন বাদিনী। বাদিনীর নারাজী আদালত আমলে নিয়ে ওই ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন আদালত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment