হেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উৎযাপন

 রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন হেলাই সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া- মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সলেমান মাষ্টার। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে দোয়া-মাহফিলে পবিত্র কোরআনের আয়াত তাফসির করেন হেলাই (উত্তরপাড়া) জামে মসজিদের সন্মানিত খতিব আব্দুস সালাম। তিনি বলেন, আজ ১২ রবিউল আউয়াল বুধবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।  আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।  ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) নবুয়াতের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিকা আলো, রাবেয়া, সহকারী শিক্ষক পলাশ, বিরাজ, ক্রীড়া শিক্ষক জাহিদ এবং অফিস করণীক মামুনসহ অত্র বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা খাতুন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment