নওগাঁয় ডিবির পৃথক অভিযানে নারী মাদক বিক্রেতাসহ গ্রেফতার ২

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে নারী মাদক বিক্রেতাসহ গ্রেফতার ২

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

সোমবার দিনগত রাতে শহরের চকবাড়িয়া ও বিহারী কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল ১৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। সেই সঙ্গে নারী মাদক বিক্রেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ডিবি জানায়, সোমবার রাত ৮টার দিকে চকবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোছাঃ মাসুদা বেগম ওরফে নীহার (৩৩) কে ১৪ গ্রাম হেরোইনসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত নীহার ওই মহল্লার মোঃ সবুর হোসেনের স্ত্রী। রাত ১০টায় পৃথক অভিযানে বিহারী কলোনী থেকে শামীম আনছারী (৩২) নামে আরেক মাদক বিক্রেতাকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। শামীম ওই মহল্লার মৃত নূর মোহাম্মদের পুত্র। গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।# (ছবি আছে) নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ স্টাফ রিপোর্টার, নওগাঁঃ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষে গাভী বিতরণ করা হয়েছে। ধামইরহাট হাটখোলা চত্ত্বরে এসব গাভী বিতরণ করা হয়। নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় উপজেলার ৫জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ৫টি গাভী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলার ৩শ’ অতিদরিদ্র পরিবারের ৭৪ জনের মাঝে ৩শ’টি বকনা বাছুর বিতরণ করা হয়। এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিমল কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা, যোনাস কস্তা, আনোয়ার হোসেন, গ্লোরিয়া রোজারিও, বন্ধন এনজিওর ব্যবস্থাপক মকবুল হোসেন, ইমেলদা মার্ডী প্রমুখ।# নিয়ামতপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত স্টাফ রিপোর্টার, নওগাঁঃ মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, ফিজিসিয়ান সেম্পল রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং রেজিষ্টার্ড বর্হিভূত ওষুধ দোকানে রেখে বিক্রির অভিযোগে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার তিনটি ওষুধের দোকান মালিককে ১৯৪০ সালের ওষুধ আইনের ৮ ধারায় এই টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দেন। সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোসাঃ আফরোজা খাতুনের নেতৃত্বে নওগাঁর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মরুময় সরকার, অফিস সহকারী লাবলু মিয়া, থানার এসআই কামরুল ইসলাম, আসাদুজ্জামান, হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সদরের জোয়ারিয়া মেডিক্যাল স্টোরে ১০ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীতে ২০ হাজার টাকা এবং জাহান আরা মেডিক্যাল স্টোরে ৮ হাজার টাকা মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে মেয়াদ উত্তীর্ন ওষুধ, ফিজিসিয়ান সেম্পল ওষুধ ও রেজিষ্টার্ড বর্হিভূত ওষুধ জব্দ করা হয়। #

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment