টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

 স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে ছিনতাইকালে গণপিটুনির এক ছিনতাইকারী মৃত্যু হয়েছে। নিহতের নাম রাসেল ওরফে গিট্টু রাসেল (২৬)। এই ঘটনাটি ঘটে শুক্রবার রাতে স্থানীয় আরিচপুর এলাকায়। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে টঙ্গীর আরিচপুর এলাকায় গিট্টু রাসেলসহ ৭/৮জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে শ্রমিক ও পথচারীদের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে গিট্টু রাসেলকে আটক করে। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গিট্টু রাসেলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো: কামাল হোসেন বলেন, গিট্টু রাসেলসহ ৭/৮জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে শ্রমিক ও পথচারীদের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এলাকাবাসী ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে টঙ্গী থানায় ডাকাতি, ছিনতাই,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment