নবাবগঞ্জে এটিও’র অপসারণের দাবীতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমানের অপসারণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে দুই শতাধিক শিক্ষক। অসাদচরণের অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রাঙ্গনে তারা আধাঘন্টার এ কর্মসূচী পালন করেন। শিক্ষকরা জানান, চলমান পিইসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে, উপজেলা সদর নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। গত ২৭ নভেম্বর থেকে উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ২০৫জন শিক্ষক কাজ করছেন। চলমান এ কাজে গত কয়েকদিনে সহাকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান শিক্ষকদের সাথে অসদাচরণ সহ নামাজে বাঁধা দেন। বাধ্য হয়ে শিক্ষকরা বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী পালন করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইসউদ্দিন মিলন বলেন, ইউএনও, শিক্ষা কর্মকর্তা আজ উপজেলায় নেই। তারা আসলে তাদের বিষয়টি জানানো হবে। এটিও মোহাম্মদ মুখলেছুর রহমান অভিযোগ অস্বীকার করে মুঠো ফোনে জানান, উপজেলার অভ্যন্তরে শিক্ষকদের অবস্থান কর্মসূচীর ঘটনা ঘটেনি। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি জানা ছিল না। সংসদ নির্বাচন সংক্রান্ত সভা শেষে ঢাকা থেকে ফিরছি। ফিরে খোঁজ নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment