শাজাহান খানের ভোটব্যাংকে এবার হানা দিতে সতন্ত্র প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমীন মোল্লা

 মোঃ ইব্রাহীম,রাজৈর (মাদাীপুর) প্রতিনিধি:

একাদশ নির্বাচনকে সামনে রেখ মাদারীপুর ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নৌ-পরিবহন মন্ত্রী ও আলোচিত শ্রমিক নেতা শাজাহান খানের ভোটব্যাংকে এবার হানা দিতে সতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল- আমীন মোল্লা। ভিন্ন ভিন্ন দুই জনের জনপ্রিয়তার কারণে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভবনা হিসেবে দেখছেন সাধারণ ভোটার ও নির্বাচন বিশ্লেষকরা। আর ভোটের ফলাফলে বরাবরই পিছনে থাকে বিএনপির প্রার্থীরা। নির্বাচনী এলাকার ভোটার ও একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার একটি পৌরসভা, ১০টি ইউনিয়ন এবং রাজৈর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর ২ সংসদীয় আসন গঠিত। এই আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, একই দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমীন মোল্লা, মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লাসহ মোট ৭ জন প্রার্থী। নির্ভরযোগ্য তথ্য মতে, এবার নির্বাচনে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌমন্ত্রী শাজাহান খানের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমীন মোল্লার সাথে। নৌমন্ত্রী শাজাহান খান সদর উপজেলার আর আল-আমীন মোল্লা রাজৈর উপজেলার বাসিন্দা। ভোটের হিসেবে রাজৈর উপজেলার ভোটার সংখ্যা বেশি, সেখানে সদর উপজেলার যে’কটি ইউনিয়ন রয়েছে তাতেও আল-আমীন মোল্লার রয়েছে প্রভাব-আধিপত্য। তবে আওয়ামীলীগ থেকে নৌপরিবহন মন্ত্রী দলীয় মনোনয়ন পাওয়ায় কিছুটা ফুরফুটে ইমেজে রয়েছে ছয় বারের সংসদ সদস্য শাজাহান খান। এদিকে

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment