বগুড়ার শেরপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

 শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুর থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও কমিউনিটি পুলিশিং এর যৌথ উদ্দ্যেগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধ এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে শেরপুর শহীদিয়া কামিল মাদ্ধসঢ়;রাসা চত্বরে ৫ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৪টায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার (বিপিএম) সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিচালক দিলারা রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. তোজাম্মেল হক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান বাবু গৌরদাস রায় চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবাইদুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: হাফিজুর রহমান, উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তানভীর ইবনে কবির, কমিউনিটি পুলিশিং নেত্রী আনিকা তাবাসসুম রিপ্লী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি , প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment