৬ বছর বয়সেই অস্ট্রেলিয়ার টেস্ট দলে আর্চার

বয়স তার মাত্র ছয় বছর। এরই মধ্যে ডাক পেয়ে গেছেন অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অজি দলের ড্রেসিং রুমে দেখা যাবে তাকে। এই ক্ষুদে ক্রিকেটারের নাম আর্চি শিলার।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য অনুশীলনে ব্যস্ত টিম পেইনের দল। অ্যাডিলেডের ওই অনুশীলনে যোগ দিয়েছেন আর্চারও।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের দারুণ ভক্ত আর্চার। ওয়ার্নের মতো আর্চারও লেগ স্পিনার। কিন্তু অতি শৈশব থেকে হৃদরোগে আক্রান্ত এই ক্ষুদে ক্রিকেটার। তিন মাস বয়সে প্রথম ডাক্তারদের ছুরির নিচে যেতে হয় তাকে। তারপর এ পর্যন্ত ১৩ বার যেতে হয়েছে অস্ত্রোপচার টেবিলে। ফলে নিয়মিত ক্রিকেটার হওয়া তার পক্ষে হয়তো সম্ভব হবে না।

কিন্তু আর্চারের স্বপ্ন বাস্তবায়নে হাত বাড়িয়েছে একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি কঠিন রোগে ভোগা বাচ্চাদের স্বপ্ন পূরণে কাজ করে। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবেই আর্চারের গায়ে উঠেছে অস্ট্রেলিয়া দলের জার্সি।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment