কুড়িগ্রামে ইমাজিন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 কুড়িগ্রাম প্রতিনিধি:

০৫-১২-১৮ নব-বিবাহিত কিশোরীদের কুড়ি বছরের পূর্বে সন্তান না নিতে উদ্বুদ্ধকরণে কুড়িগ্রামে ইমাজিন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আলোরভুবন কুড়িগ্রাম সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মইনুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, মহিদের এনজিও’র পরিচালক শ্যামল কুমার রায়, ইমাজিন প্রকল্পের আব্দুস ছামাদ প্রমুখ। কিশোরী নব-দম্পতিদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও আয়মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ইন্সপায়ারিং ম্যারিড এডোলোসেন্ট গার্ল টু ইমাজিন নিউ ইমপাওয়ারমেন্ট ফিউচার (ইমাজিন) প্রকল্প কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ও পাঁচগাছী ইউনিয়নে তেইস মাসের জন্য পাইলটিং কর্মসূচি গ্রহন করেছে। বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment