বিএনপির ইব্রাহীম রহমান রুমী ঝিনাইদহের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি:

বিএনপির ইব্রাহীম রহমান রুমী ঝিনাইদহের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী । জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৩৯জন প্রার্থী চলতি সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । অবশ্য এর মধ্যে যাচাই- বাছায় কালে ১৫ জনের মনোনয়ন বাতিল বলে ঘোষনা করেছে রিটানিং কর্মকর্তা। তবে এদের অনেকেই মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন। জেলার ৬টি উপজেলার সংসদীয় আসন ৪টি। ঝিনাইদহ-২( সদরও হরিণাকুন্ডু) আসন থেকে এবার এমপি পদপ্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মশিউর রহমানের বড় ছেলে ডাক্তার ইব্রাহীম রহমান রুমী । মামলার কারণে এবার জেলার অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচন করতে পারবেন কি না সন্দেহ রয়েছে । ফলে বিএনপি থেকে মশিউর রহমান কে মনোনয়ন দিলেও তার ছেলে ইব্রাহীম রহমান রুমী কেউ কেন্দ্রীয় বিএনপি মনোনয়ন দিয়েছে। জেলায় বিএনপি, আওয়ামীলীগ সহ অন্যান্য দলের অনেক সিনিয়র নেতা, সাবেক এমপি এবার একাদশ সংসদ নির্বাচনে লড়ছেন । আর তাদের সাথে সমান তালে লড়ছেন বিএনপির তরুন নেতা ও সর্বকনিষ্ঠ প্রার্থী ইব্রাহীম রহমান রুমী। দলের নেতা-কর্মীদের পাশাপাশি সংসদীয় আসনের গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন । রাজনীতিতে নতুন হলেও তার মনোবল দৃড় দেখাা গেছে বলে কর্মী-সমর্থকরা জানিয়েছে । ধারণা করা হচ্ছে সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পুরুষ এমপি প্রার্থীদের মধ্যেও সর্বকনিষ্ঠ । ঝিনাইদহের বিএনপি নেতা মশিউর রহমানের ছেলে ইব্রাহীম রহমান রুমী ওরফে বাবু ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন । তার বর্তমান বয়স ৩২ বছর । তিনি রাজধানী ঢাকার কলেজ অফ ডেভেলপমেন্ট ২০০১ সালে স্কুল থেকে এসএসসি ও ২০০৩সালে কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০০৯ সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর ২০১৪ সালে ঢাকার নিপসম থেকে এম পি এইচ এবং ২০১৮ সালে চীনের বেইজিং সিংহুয় ইউনিভার্সিটি থেকে আইএমপিএইচ ডিগ্রী অর্জন করেন । এরপর তিনি সিংহুয় ইউনিভার্সিটির সাথে একটি গবেষণার কাজে যুক্ত হন। এছাড়া ২০১২-২০১৩ সালে বাংলাদেশ মেডিকেল কলেজে লেকচারার হিসাবে নিযুক্ত হন উচ্চ শিক্ষায় শিক্ষিত ডাক্তার ইব্রাহীম রহমান রুমী । ২০১৪ সালে আইইডিসিআর এ জাতীয় যক্ষা জরিপে টিম লিডার ও ২০১৬ সালে নাটাব এ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির তরুন নেতা ডাক্তার ইব্রাহীম রহমান রুমী ইন্টার্ন ডক্টরস আ্যসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment