“তরুন ও যুব জাগরনে বাংলাদেশ” দিনব্যাপী শিখন ও বিনিময় কর্মশালা

 মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি, তারিখ: ০৬.১২.২০১৮।।

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের ৩০ জন যুবক যুবতীর অংশগ্রহনে দিনব্যাপী শিখন ও বিনিময় কর্মমাশা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা একশন এইড’র আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা অভাস বুধবার চম্পাপুরে এ কর্মসূচীর আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন এ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা এ্যান দ্রং, একশন এইড এ্যাকটিভিটর’র চাঁদ ও সীমা, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, স্পন্সরশীপ অফিসার অরিফুল ইসলাম প্রমুখ। প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, এলাকার যুব নর-নারীদের কর্মদক্ষতা বৃদ্বির মাধ্যমে আত্ননির্ভরশীল করে গড়ে তোলা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাসহ সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যাতে নিজেকে গড়ে তুলতে পারেন এমন লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। পরে অংশগ্রহনকারীদের নিয়ে চম্পাপুর যুব উন্নয়ন ক্লাব নামে একটি সংগঠন গঠন করা হয়। এসময় অংশগ্রহনকারীরা এলাকার উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোসহ নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment