জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে গভীর রাতে অগ্নিকান্ড কয়লার মিল পুড়ে ছাই, প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি:

 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ফেরী ঘাটে সুরমা অটোরাইছ মিলে রবিবার দিবাগত রাত ১টায় বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনায় কয়লার মিলে পুড়ে ছাই হয়ে গেছে। বাজারবাসীরা জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে কয়লার মিলের দরজা বন্ধ করে বাড়ীতে চলে চান। রাত ১টার দিকে কয়লার মিল থেকে আগুনে লেলুহা শিকা দেখতে পান। সাথে সাথে স্থানীয় ব্যবসায়ীরা মিলে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভানোর আগে কয়লার মিল পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের সট সাকিট থেকে আগুন লাগায় বিদ্যুৎ চালিত সকল মালামালের ছাই পাওয়া যায়। আগুনে প্রায় ৪ লক্ষ টাকায় ক্ষতি হয়েছে বলে কয়লার মিলের পরিচালক আওয়াল মিয়া জানান। রানীগঞ্জ বাজার ব্যবসায়ীরা জানান বিদ্যুতের সট সার্কিট থেকে আগুন লাগে। ব্যবসায়ীরা আরো অভিযোগ করে বলেন আমরা জানামতে বিদ্যুতের লাইনে সট হওয়ার সাথে সাথে ট্রান্সফমারের তার পরে যায়। কিন্ত আমাদের বাজারের বিদ্যুতের ট্রান্সফরমার তার পরে নাই। ট্রান্সফরমারটি অরক্ষিত থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। ## ক্যাপশনঃ জগন্নাথপুরে গভীর রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কয়লা মিলের ছবি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment