আপিলেও বৈধতা হারালেন হাওলাদার

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়নের বৈধতা পেলেন না সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

আজ শুক্রবার ইসির অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে তার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করে ইসি। আজ ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি চলছে।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং এই আসন থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

এদিকে, আসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বেপরোয়া মনোনয়ন বাণিজ্যের অভিযোগে সম্প্রতি দলের মহাসচিবের পদ হারাতে হয় রুহুল আমিন হাওলাদারকে। মনোনয়ন বাণিজ্য ছাড়াও তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠে।

এমন প্রেক্ষাপটে ক্ষুব্ধ নেতাকর্মীদের প্রবল ক্ষোভ ও অসন্তোষের মুখে গত সোমবার পদ ছাড়তে বাধ্য হন তিনি।

পরে মহাসচিব হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয় মসিউর রহমান রাঙ্গাকে। এর আগে তিনি পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment