বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখবেন যেভাবে

টেস্ট সিরিজ শেষ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এবার লড়াই ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। প্রিয় পাঠক চলুন জানা যাক, ম্যাচটি কোন চ্যানেলে দেখা যাবে সহ ম্যাচটির সার্বিক দিক।

ম্যাচ : বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ (ওয়ানডে সিরিজ, প্রথম ম্যাচ)।
কবে : ৯ ডিসেম্বর, রোববার।
কখন : দুপুর ১.০০ মিনিট।
কোথায় : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
খেলা দেখাবে যে চ্যানেল : গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু।

দলের খবর :

বাংলাদেশ : টেস্ট সিরিজ জিতে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। তবে টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সতর্ক কিছুটা। কারণ, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্তিশালী দল। তবে স্বাগতিকদের জন্য সুখবর হয়ে এসেছে তামিম ইকবালের ফেরা। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি তামিম। তার ফেরা দলের ব্যাটিংয়ে শক্তি বাড়িয়ে দেবে অনেক। এদিকে টেস্টে সিরিজেই ফিরেছে সাকিব আল হাসান। বাংলাদেশের জন্য মধুর সমস্যা হয়ে দেখা দিয়েছে ওপেনিং। তামিম ফেরায় তার সঙ্গে উদ্বোধনীতে কে থাকবেন? ফর্মে রয়েছেন সৌম্য সরকার, লিটন দাসেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ৩টি ওয়ানডে সিরিজের মধ্য দুইটিই জিতেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ : সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশে আসার আগে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে তিন ফরম্যাটেই। আগস্টেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল তারা। বাংলাদেশ সফরের শুরুতে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে হারিয়ে ধাক্কা খায় তারা। টেস্টে ক্রেইগ ব্র্যাথওয়েট নেতৃত্ব দিলেও ওয়ানডের জন্য নতুন অধিনায়ক নির্বাচন করেছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে সফরকারীদের নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

র‌্যাঙ্কিং : আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। অন্যদিকে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment