৫ জয়িতাকে সংবর্ধনা কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

 মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি : ০৯/১২/১৮

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা থেকে নির্বাচিত ৫জন শ্রেষ্ঠ জয়িতা দেয়া হয় সংবর্ধনা। টেরেডেস হোমস ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিস অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার দুপুরে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমিন, মহিলা সংগঠন সমূহের সভানেত্রী দিলরুবা খানম ঝুমা প্রমুখ। জেলায় শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে চিলমারী উপজেলার সমস্ত বানু, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কুড়িগ্রাম পৌরসভার লাইলী বেগম, সফল জননী নারী হিসেবে চিলমারীর সুফিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন এমন নারী ভূরুঙ্গামারীর নাসরিন নাহার, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য কুড়িগ্রাম সদরের তাহমিনা আক্তার। এছাড়াও উপজেলা পর্যায় থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে কুড়িগ্রাম সদরের নুরজাহান বেগম এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখার জন্য একই উপজেলার জান্নাতুল মাওয়া নুরনাহার। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এবং বেসরকারি এনজিও ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, সলিডারিটি, টিডিএইচ, এএফএডি ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহ অনুষ্ঠানে সহযোগিতা করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment