কুড়িগ্রামের রাজারহাটে বেগম রোকেয়া দিবস পালিত

 কুড়িগ্রাম প্রতিনিধিঃ

৯.১২.১৮ কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। রবিবার( ৯ডিসেম্বর) সকাল ১০টায় মহিলাবিষয়ক অধিদপ্তর অফিস চত্বর থেকে একটি শোভাযাএা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় মিলিত হন।আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকতা জয়ন্তী রাণীর সভাপত্বিতে ও বিজয় টিভির সাংবাদিক বিউটি রানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন -উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান। দিবসটি উপলক্ষে নারী জাগরণ ও আর্থ-সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে বাসনা রানী,জোসনা রানী,জোসনা রানী রায়,সান্তানা রানী রায়কে চলতি বছরের বেগম রোকেয়া সম্মানন পদক তুলে দেন উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান। সভায় উপস্হিত ছিলেন-মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী বিথী, সমবায় অফিসার শাহ আলম,সমাজ সেবা অফিসার মশিউল রহমান, রাজারহাট উপজেলা তথ্য অফিসার সোহেলী মারজ্জানা, টেইলারিং ট্রেড প্রশিক্ষক, ফাহমিদা হক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment