পুলিশের নাম ব্যবহার করে পেইজ ও চ্যানেলের বিরুদ্ধে অভিযান

জনসচেতনা চাকুরী করেন পুলিশে। চমৎকার দেখতে, স্মার্ট পুলিশ অফিসার। নিজের ফেসবুক একাউন্টে পোশাকে বা সিভিল ড্রেসে যে কোন ছবি আপলোড দিলেই হাজার লাইক, শতশত কমেন্ট। ইদানিং বেশ কিছু আপত্তিকর ম্যাসেজ আসছে তার ইনবক্সে। বিব্রত কোহেলী, কেন এমন হচ্ছে বুঝতেই পারছে না। মন খারাপ নিয়ে ছুটে যায় অফিসে। কিন্তু কোন কাজে মন বসেনা। বারবার বিরক্তিকর ম্যাসেজের কথা মনে পড়ছে। ম্যাসেজ আসা থামছেই না। ব্যাচমেট অনামিকা অফিসে আসে। এসেই দুষ্টু কথায় মিষ্টি ভাষায় টিপ্পনি কাটলো কোহেলীকে। কিরে তুই এখন ফেসবুকে বিজ্ঞাপন দিস? তোর ছবি শেয়ার করলে তাকে ইমো নম্বর দিবি? ভালোইতো চলছে তোর দিনকাল। এবার নড়েচড়ে বসে কোহেলী। কৌতুহলী হয়ে জিজ্ঞেস করে কোথায় দেখেছিস এ বিজ্ঞাপন? কেনো বিডি মহিলা পুলিশের পেইজে তোর ছবি শেয়ার করিসনি? কোহেলী এবার অবাক হয়। কোনো পেইজে সে তার ছবি শেয়ার করেনি। তবে কেমন করে এমন হলো! ফেইসবুকে বিডি মহিলা পুলিশ লিখে সার্চ দেয়। পেয়ে যায় তার ছবির পোস্ট। ছবির ক্যাপশনে লেখা “আমার ছবি যে শেয়ার দিবে তাকে আমি আমার ইমো নম্বর দিবো”। এবার বুঝতে আর বাকি থাকে না কোহেলীর। এমন কোহেলীদের সংখ্যা নেহায়েত কম নয়। স্বার্থপর মহিলা পুলিশ, মহিলা পুলিশ, বিডি মহিলা পুলিশ. বি.ডি মহিলা পুলিশ, বিডি-মহিলা পুলিশ এরকম নামে ফেসবুকে পেইজ খুলে বিভিন্ন নারী পুলিশের ছবি পোস্ট সহ নানা অফার দেয়া হচ্ছে পোস্টে। পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া শাখা ১১ নভেম্বর, ২০১৮ পুলিশের নাম ব্যবহার করে এসব পেইজ ও গ্রুপ সমূহের এডমিনদেরকে বিশেষ নির্দেশনা প্রদান করে। বেশ কিছু গ্রুপ ও পেইজের এডমিনগন যোগাযোগ করে মিডিয়া শাখার নির্দেশনা অনুসরণ করে। কিন্তু, কিছু গ্রুপ ও পেইজের এডমিনগণ মিডিয়া শাখার নির্দেশনা না মেনে এখনও ফেইসবুকে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে অভিযান। ইতোমধ্যে ডিএমপি সিসিটিসি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ মহিলা পুলিশের নামে ৫টি ফেইসবুক পেইজ চালানোর অভিযোগে উজ্বল বড়ুয়া নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে ফটিকছড়ি থানার নিজ বাড়ি থেকে আটক এবং তার ব্যবহৃত কম্পিউটার হার্ডডিস্ক ও মোবাইল জব্দ করা হয়। পুলিশের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ, পেইজ ও চ্যানেলের এডমিনদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের এ অভিযান চলমান থাকবে। Attachments area

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment