পর্যটকের উপচে পড়া ভিড় বান্দরবান

 বশির আহমেদ   বান্দরবান প্রতিনিধি :

টানা তিনদিনের ছুটিতে বান্দরবানে এখন পর্যটকের উপচে পড়া ভীড়। শুক্রবার সকাল থেকে শহরের হোটেল মোটেল গেস্ট হাউজগুলোতে ঘুরে দেখা গেছে তিল ধারণের জায়গা নেই কোথাও। পর্যটকদের রুম দিতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। বেশিরভাগ পর্যটকরা আগে থেকে রুম বুকিং করে রেখেছেন। তাই নতুন পর্যটকদের রুম দিতে পারছে না বলে জানান হোটেল ব্যবসায়ীরা। প্রতিবছর শীত মৌসুমে পর্যটকের আগমন ঘটে পাবর্ত্য জেলা বান্দরবানে। কিন্তু এবার নির্বাচনের কারনে তেমন একটা পর্যটকের আগমন না ঘটলেও টানা তিনদিনের ছুটিতে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বান্দরবানে। একসাথে এতো পর্যটক আসায় তাদের রুম দিতে হিমশিম খাচ্ছে হোটেল ব্যবসায়ীরা। অনেকে রুম না পেয়ে অনত্র চলে গেছে। শুক্রবার দুপুরে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা গেছে, পর্যটকদের উপচে পড়া ভিড়। সেনাবাহিনীর পরিচালিত নীলগিরি জেলা প্রশাসন পরিচালিত মেঘলা, নীলাচল এবং স্বর্ণ মন্দির- সব জায়গা এখন পর্যটকদের পদচারণায় মুখর। শিশু-বৃদ্ধ-যুবক-যুবতিরা তাদের প্রিয়জনদের নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে দর্শনীয় সব স্থান। এদিকে পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, নির্বাচনী ডিউটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত সময় পার করছে। তবুও পাবর্ত্য জেলা বান্দরবান যেহেতু পর্যটন নগরী, তাই প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে। তাদের কথা মাথায় রেখে টুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে সাদা পোষাকধারী পুলিশও দায়িত্ব পালন করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment