‘জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি ’ কিছু পাওয়ার জন্য নয় – শেখ তন্ময়

আবু হানিফ:

 বাগেরহাটের ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গনসংযোগ কালে বাগেরহাট অফিস বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা তরুণ সুদর্শন শেখ তন্ময় বলেছেন,‘কিছু পাওয়ার জন্য নয়,শুধুমাত্র জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা চাইলে সারাটি জীবন আপনাদের সাথে নিয়ে কাটিয়ে দিতে চাই।’রোববার বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গনসংযোগ কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন,স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।তারা ক্ষামতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যহত হবে সাথে সাথে দেশ সন্ত্রাসী রাস্ট্রে পরিনত হবে। বিকালে শেখ তন্ময় সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া,আব্দুর রসুলপুর,কাশিমপুর বাজার,কালিয়া,খেগড়াঘাট,হেদায়েতপুর,পিসি ডেমা,নাগের ডেমা,মির্জাপুর,কাড়াপাড়া বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন।এসময় হাহার হাজার উৎসুক মানুষ রাস্তার পাশে দাড়িয়ে শেখ তন্ময়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় শেখ তন্ময়ের সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু,সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান,কৃষক লীগের জেলা সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মনি মল্লিক,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশান,বাবু অজয় কুমার চক্রবর্তী,ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন,সম্পাদক মল্লিক মেহেদী হাসান তপু,শেখ আফজাল হোসেন,এ্যাড: বাহাদুর শেখ স্থানীয় আওয়ামী লীগনেতা মো: বনি আমিন,মাহফুজুর রহমান খোকন,শেখ আব্দুল খালেক,শেখ আতিয়ার রহমান,শেখ জালাল উদ্দিন,মো: হাবুল মল্লিক,মো: লিটন,মো: ফারুক শেখ,মো: মোফাচ্ছেল শেখ,মল্লিক আব্দুল আজিজ,সুশান্ত মসিদ,মল্লিক রেজাউলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপন্থিত ছিলেন। বাগেরহাটে তন্ময়ের জন্য নৌকায় ভোট চাইলেন চলচ্চিত্র শিল্পিরা বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা তারুণ্যের প্রতিক শেখ তন্ময়ের জন্য ভোট চইলেন দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পিরা।এ সময় শিল্পিরা বলেন,তন্ময় নিজেও একজন তারকা।যে তারকা এ দেশের লক্ষ লক্ষ তরুণদের নেতৃত্ব দিচ্ছেন। শিল্পিরা বলেন যার ধমনিতে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হক মানুষের সাথে বেইমানি করতে পারেন না।তন্ময় আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে।আপনারা দেশও জাতির প্রয়োজনে ধর্মবর্ণ নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে তন্ময়কে জয়যুক্ত করবেন।রবিবার রাতে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে একটি কনসাল্ট অনুষ্ঠানে শিল্পিরা এ সব কখা বলেন। এসময় শেখ তন্ময় বলেন,আমি কিছু পাওয়ার জন্য নয়,শুধুমাত্র জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি।আপনারা চাইলে সারাটি জীবন আপনাদের সাথে নিয়ে কাটিয়ে দিতে চাই।তিনি বলেন, শেখ হসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।জানিনা তিনি কত বছর বেচে থাকবেন,তবে এদেশের মানুষের জন্য তিনি শত বছরের পরিকল্পনা করছেন।তার এ চিন্তার ফসল আমরা এবং আগামী প্রজন্ম ভোগ করবেন।তন্ময় বলেন,শেখ হাসিনা নিজের জন্য ভাবেন না দেশও দেশের মানুষের জন্য ভাবেন।আমরা শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ নয় আগামিতে বিশ^কে নেতৃত্ব দিতে দেখতে চাই। তিনি আরো বলেন,স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।তারা ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যহত হবে সাথে সাথে দেশ সন্ত্রাসী রাস্ট্রে পরিনত হবে।চিত্র নায়িকা শমী কায়সারের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিত্র নায়িকা সুইটি,চিত্র নায়ক ফেরদৌস,রিয়াজ,মাহফুজ আহমেদ ও মীর সাব্বির। পরে বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ ছাড়াও জনপ্রিয় কন্ঠশিল্পী রিংকু,কনা ও শামীম।কনসাল্ট অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী কন্ঠশিল্পি এ্যাড.শরিফা খাতুন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment