ছাতকে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

 হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতকে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে ও ভোরে শিখা সতের স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, পৌর সচিব মোহাম্মদ সামছুদ্দিনের নেতৃত্বে ছাতক পৌরসভা, আওয়ামীলীগ নেতা কল্যানব্রত দাসের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা গোলাম আম্বিয়া মাজকুর পাভেলের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, প্রেসক্লাব সভাপতি সৈয়দÑঅর রশীদের নেতৃত্বে ছাতক প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। সতের শিখা স্মৃতিসৌধে ইউএনও আবেদা আফসারীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পস্তবক অর্পন করেন। সকালে মহসিন ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌদুরী বকুল। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারীর সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার(ভুমি) সোনিয়া সুলতানা, অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রানীসম্পাদ কর্মকর্তা ডাঃ মাসুদ সিদ্দিকী, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, আলহাজ্ব আব্দুস সামাদ, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তাফা, আলকাছ আলী প্রমুখ। বিকেলে মহসিন ফিল্ডে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত হয় এক ফুটবল প্রীতি ম্যাচ। সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment