উত্তর কোরিয়ায় নীল জিন্স নিষিদ্ধ যে কারণে

জিন্স বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। বাংলাদেশেও পোশাকটির জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে তরুণরা জিন্স পরতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এটা যেমন নিজের স্টাইলকে উপস্থাপন করে, তেমনি বেশ দীর্ঘস্থায়ীও হয়। ফলে জিন্সের জনপ্রিয়তা আরও বাড়ছে।কিন্তু জনপ্রিয় এ পোশাকটিই উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। তবে সব জিন্স নয়। শুধু নীল রঙের জিন্স নিষিদ্ধ করেছে তারা। রিডার্স ডাইজেস্টের প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়ার কোনও নাগরিক নীল রঙয়ের জিন্স পরলে তাকে শাস্তি পেতে হয়। এজন্য দেশটির নাগরিকদের নীল জিন্স পরতে দেখা যায় না।আপনার মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসতে পারে, নীল জিন্স কেন নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া? এর সঙ্গে বিশেষ কোনও বিষয় জড়িত নয়। গ্রাহকদের কোনও ইতিবাচক দিক বিবেচনা করে এটা কার্যকর হয়নি। বরং দেশটির রাজনৈতিক অবস্থান থেকেই নীল জিন্স নিষিদ্ধ করা হয়েছে।উত্তর কোরিয়া কর্তৃপক্ষের মতে, নীল রঙ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও না কোনোভাবে সম্পৃক্ত। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক কেমন তা কারও অজানা নয়। মূলত এ কারণেই নীল রঙের জিন্স সেখানে নিষিদ্ধ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment