আমজাদ হোসেন স্মরণে বিশেষ ‘মিউজিক স্টেশন’

আমজাদ হোসেন। তিনি একাধারে অভিনেতা, লেখক, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক। গুণী এই চলচ্চিত্র নির্মাতা তাঁর কর্মজীবনে ১২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। এছাড়া আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি।তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’ (১৯৬৭) সালে মুক্তি পায়। পরে তিনি নয়নমনি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) মতো দর্শকপ্রিয় সিনেমা নির্মাণ করেন।কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা গেলো ১৪ ডিসেম্বর (২০১৮), শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।আরটিভির জনপ্রিয় লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’-এর এবারের পর্বে বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণ করা হবে গুণী এই নির্মাতাকে।‘মিউজিক স্টেশন’-এর বিশেষ এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন চম্পা বণিক, লুইপা ও সাব্বির জামান। এছাড়া উপস্থাপনার পাশাপাশি গান গাইবেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার।আরটিভিতে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। প্রযোজনা করবেন শিবলী জিয়া।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment