নাটোর-৩: ভোটের লড়াইয়ে পাঁচ প্রার্থী

সিংড়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে নাটোর-৩ আসন। একাদশ সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছেন ৫জন। সারাদেশের ন্যায় সিংড়াতেও বইছে নির্বাচনী আমেজ। এ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য দলের মনোনীত প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

নাটোর-৩ আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জুনাইদ আহমেদ পলক, ধানের শীষ প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, এবং লাঙলের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক প্রকৌশলী আনিসুর রহমান। এ আসনে বিকল্প ধারার প্রার্থী মঞ্জুরুল আলম হাসু ও ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করবেন শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ সেলিম।

নব্বইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে জয়লাভ করে বিএনপি ও জামায়াতে ইসলামির প্রার্থীরা। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির দুর্গে প্রথম আঘাত হানে আওয়ামী লীগ।

১৯৯১ সালে এম.পি হোন জামায়াতে ইসলামীর আবু বকর, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে ভোটের হিসাব পাল্টে যায়। সেইবার ঝলক দেখান আওয়ামী লীগের তরুণ নেতা এডভোকেট জুনাইদ আহমেদ পলক। সর্বশেষ ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে বিএনপি জোট নির্বাচনে না আসায় ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমানকে হারিয়ে পলক বিজয়ী হন এবং সিংড়ার ইতিহাসে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় প্রথম নাম লেখান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment