নৌকায় ভোট দিন, বান্দরবানকে উন্নয়ন ও পর্যটনের রোল মডেল করবো: প্রধানমন্ত্রী

 বান্দরবান প্রতিনিধি বশির আহমেদ:

[নৌকায় ভোট দিন, বান্দরবানকে উন্নয়ন ও পর্যটনের রোল মডেল করবো: প্রধানমন্ত্রী ] বান্দরবান আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর জন্য নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রথমে বান্দরবানের সঙ্গে ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘২০৪১ এর মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। ২০৭১ সালে আজকের তরুণরা বাংলাদেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তরুণদের জন্য আমার শুভাশীষ রইল। আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসুন। আমি নৌকায় ভোট চাই, এই বার্তা বান্দরবানবাসীকে পৌঁছে দেবেন।’ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় ঢাকা থেকে সরাসরি টেলিকনফারেন্সে বান্দরবান আসনের আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। আবার ক্ষমতায় আসলে বান্দরবানকে আমরা উন্নয়নের ও পর্যটনের রোল মডেল করবো। প্রধানমন্ত্রী বলেন, দুই দশকের হানাহানির পর ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আমরা পার্বত্য শান্তি চুক্তি করেছি, শান্তিচুক্তির ফলে পার্বত্য জেলায় সংঘাত প্রায় বন্ধ হয়ে গেছে। পার্বত্য অঞ্চলের অধিবাসীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘আবারও ক্ষমতায় আসতে পারলে বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো।’ তিনি বলেন, ‘বান্দরবান প্রাকৃতিক লীলাভূমির অপূর্ব সুন্দর অঞ্চল। বান্দরবানকে আমরা উন্নয়নের রোল মডেল করতে চাই। বান্দরবান হবে পর্যটনের রোল মডেল। আমরা সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment