কুড়িগ্রাম প্রেসক্লাবে ‘সুজনের” নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

 কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সুশাসনের জন্য নাগরিক-সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেন, আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে তেমনি ভোটারদেরও স্বত:স্ফুর্ত অংশগ্রহণে নির্বাচন হওয়া জরুরী। ভোটাররা দলমত নির্বিশেষে যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে সত্যিকার অর্থে অংশগ্রহণমুলক নির্বাচন সম্ভব হবেনা। কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সুজনের আয়োজনে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার দিবাগত রাতে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, সাংবাদিক হারুন উর রশীদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক আতিকুর রহমান সুজন, ইউনুছ আলী প্রমুখ। ড.বদিউল আলম মজুমদার আরো বলেন, সরকার ও নির্বাচন কমিশনের আচরণ দেখে মনে হচ্ছে-‘নিয়ন্ত্রিত নির্বাচনের পদধ্বনী’। এরকমটি হলে- আমাদের তরুণ প্রজন্ম আস্থাহিনতায় ও আশাহত হয়ে পড়বে। ঘটবে চরম বিপর্যয়। গোটাজাতী চরম ঝুকিতে পড়বে। যা কারো কাম্য নয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment